দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:৫৮
ছবি : বাসস

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : রংপুর, ময়মনসিংহ,  ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজধানী ঢাকাসহ রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, ও চাঁদপুর জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল (বুধবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
সরকার উৎখাতের ষড়যন্ত্র : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে
আউট সোর্সিং নীতিমালা-২০২৫ মেনে চলার আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের
অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার : তারেক রহমান
জাকের-শামীমের ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান
শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে অর্থদণ্ড ও হাইড্রলিক হর্ন জব্দ
বাংলামোটরে মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী কারাগারে
গাজা সিটি ছেড়েছে আড়াই লক্ষাধিক বাসিন্দা : ইসরাইলি সেনাবাহিনী
নির্বাচিত হলে দুই মাসে গ্যাস সুবিধা পাবে নাটোর : দুলু
জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের
১০