কুড়িগ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু আহত-৪

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৩:৪৬

কুড়িগ্রাম, ১৫মে, ২০২৫(বাসস) : জেলার রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবির সদস্যের মৃত্যু হয়েছে। এসময় বিজিবি এক হাবিলদার, দুই বিজিবি সদস্য ও একজন আনসার সদস্যসহ ৪ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত ১ টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর-খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে।

মৃত বিজিবি সদস্য রিয়াদ হোসেন (৩২)। তিনি জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন।

আহতরা হলো, বিজিবি সদস্য হাবিলদার মো. জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)।

এ তথ্য নিশ্চিত করেছেন ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম জানান, বজ্রপাতে শিকার হয়ে এক বিজিবি সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আরও ২ জন বিজিবি সদস্যের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিদের রৌমারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, সীমান্তে টহল দেয়ার সময় বজ্রপাতের শিকার হয়ে এক বিজিবির সদস্যের মৃত্যু হয়েছে। আরও ৪ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদ্মা অয়েল কোম্পানির এমডি সোবহানের পদত্যাগ 
নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে : ডিএমপি কমিশনার
বাংলাদেশ সিরিজের জন্য আরব আমিরাতের দল ঘোষণা
পিআরআই মাসিক সামষ্টিক অর্থনৈতিক দূরদৃষ্টি প্রকাশ করেছে
নৌপুলিশের অভিযানে অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধার, আটক ৩১১ 
শিল্পকলায় দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ দিবসে দিনব্যাপী অনুষ্ঠান হবে ১৭ মে
বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে জাপান জোরালো ভূমিকা রাখবে 
বাগেরহাটে ২ দিনব্যাপী বিজ্ঞান ও  প্রযুক্তি মেলার সমাপ্ত
ট্রাম্পের অভিবাসন নীতির কারণে বিষণ্নতায় ভুগছে অভিবাসীরা
‘গণহত্যাকারী রাষ্ট্র’ ইসরাইলের সঙ্গে ব্যবসা করতে চায়না স্পেন
১০