দিনাজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৬:২৯
দিনাজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত। ছবি: বাসস

দিনাজপুর, ১৭ মে ২০২৫ (বাসস) : জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কোনোরকম ঘুষ ও তদবির ছাড়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে টিআরসি পদে দিনাজপুরের ৪২ জন চাকরি পেয়েছেন।

দিনাজপুর জেলা পুলিশ সুপার এর বিশেষ শাখার পরিদর্শক মো. মাহামুদুল আলম প্রেরিত এক বার্তায় আজ দুপুরে এ তথ্য জানানো হয়। 

প্রেরিত বার্তায় বলা হয়, ‘সেবার ব্রতে চাকরি’ এই শ্লোগানে আজ দিনাজপুর জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৪২ নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৪১ জন পুরুষ ও একজন মহিলা রয়েছে। এছাড়া ৮ জন প্রার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও একজন মহিলা। 

এতে বলা হয়, টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করা হয়েছে। 

দিনাজপুরের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. মারুফাত হুসাইন পুলিশ লাইন্স হলরুমে আজ শনিবার দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্তদের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার সময় নিয়োগ বোর্ডের সদস্য নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ. বি. এম ফয়জুল ইসলাম, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ- সার্কেল) এ কে এম ফজলুল হক ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০