ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস আগামী ২২জুন শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
আজ শনিবার বিকেলে বাসসকে এ তথ্য জানান তিনি।
উপাচার্য বলেন, একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আগামী ২২জুন থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। শিগগিরই শিক্ষার্থীরা বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবে। আমাদের ভর্তি প্রায় শেষ পর্যায়ে, ৯৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। বাকি আসনগুলোর ভর্তি দ্রুত শেষ হবে।
তিনি বলেন, গুচ্ছ থেকে বের হবার কারণে আমাদের এবার ৬ মাস সময় কমে গেছে। এটি অনেক বড় একটি অর্জন আমাদের জন্য। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সবার সম্মেলিত প্রচেষ্টায় এ কঠিন কাজটি করতে পেরেছি। আগামীতে আরও কম সময়ে আমাদের সবকিছু হয়ে যাবে আশাকরি।