চট্টগ্রামের সাতকানিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৭:৩২
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলা। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৭ মে, ২০২৫ (বাসস): নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তিনি উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, আজ ভোরে সাতকানিয়া পৌরসভার আশেকের পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভোলা আশেকের পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে এবং পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ভোলা এজহারভুক্ত পলাতক আসামি। তাকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০