চট্টগ্রামের সাতকানিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৭:৩২
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলা। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৭ মে, ২০২৫ (বাসস): নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তিনি উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, আজ ভোরে সাতকানিয়া পৌরসভার আশেকের পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভোলা আশেকের পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে এবং পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ভোলা এজহারভুক্ত পলাতক আসামি। তাকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০