জয়পুরহাট, ১৭ মে, ২০২৫ (বাসস) : জেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে জয়পুরহাট-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু হোসেন (২৫) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কমরপুর গ্রামের ফজলুর রহমানের পুত্র।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, মিঠু হোসেন জয়পুরহাট শহর থেকে বদলগাছী উপজেলার কমরপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে জয়পুরহাট-নওগাঁ সড়কের দূর্গাদহ বাজার এলাকায় একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিঠু হোসেন মৃত্যু বরণ করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ২৫০ শয্যাবিশিষ্ট জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।