টাঙ্গাইল, ১৭ মে, ২০২৫ (বাসস): বীর মুক্তিযোদ্ধাদের বার্ষিক মিলন মেলা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আজ দুপুরে টাঙ্গাইল রাইফেল ক্লাব মিলনায়তনে এ মিলন মেলার আয়োজন করে ।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মণ্ডলের সভাপতিত্বে মিলন মেলার আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া, সদর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু , মনিন্দ্র মোহন ঘোষ প্রমুখ।
টাঙ্গাইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান অনুষ্ঠানটি পরিচালনা করেন। টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ৪৪৬ জন বীর মুক্তিযোদ্ধা এ মিলন মেলায় অংশ নেন। অনুষ্ঠান শেষে শাহাদাত বরণকারী ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হয়।