প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে আমরা অনেক আশা রাখি : ফারুক 

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৯:১৬
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ১৭ মে, ২০২৫(বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আমরা তাকে নিয়ে অহংকার করি, তার কাছে অনেক আশা রাখি। আমাদের প্রত্যাশা তিনি অতি দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশের যে সংস্কার প্রয়োজন, তার রূপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছেন। তাই দ্রুত সংস্কার কাজ শেষ করে সরকারকে নির্বাচনের পথে অগ্রসর হতে হবে। দেশের মানুষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।’ 

শনিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় রাষ্ট্রকাঠামোর মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং দ্রুত নির্বাচনের দাবিও তুলে ধরা হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি ধৈর্যশীল দল এবং তারেক রহমানের কথা মানার দল। গত ১৭ বছর ধরে বিএনপিসহ গণতান্ত্রিক দলগুলো গণতান্ত্রিক নির্বাচনের জন্য আন্দোলন করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে বলে আমারা বিশ্বাস করি। 

বিএনপির এই নেতা আরও বলেন, জিয়াউর রহমানের মতো নেতাকে শেখ হাসিনা অপমান করেছেন। তার স্ত্রী ও সন্তানের প্রতি দিনের পর দিন জুলুম-অত্যাচার করেছেন। তবে বিএনপির ধৈর্য কম নয়। আমরা অনেক আন্দোলন করেছি, পরিশ্রম করেছি। কিন্তু এই নয় মাস অতিবাহিত হওয়ার আগেই নির্বাচন আশা করেছিলাম। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার নিন্দা জানালো সরকার
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
সরকার উৎখাতের ষড়যন্ত্র : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে
আউট সোর্সিং নীতিমালা-২০২৫ মেনে চলার আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের
অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার : তারেক রহমান
জাকের-শামীমের ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান
শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে অর্থদণ্ড ও হাইড্রলিক হর্ন জব্দ
বাংলামোটরে মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী কারাগারে
১০