প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে আমরা অনেক আশা রাখি : ফারুক 

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৯:১৬
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ১৭ মে, ২০২৫(বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আমরা তাকে নিয়ে অহংকার করি, তার কাছে অনেক আশা রাখি। আমাদের প্রত্যাশা তিনি অতি দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশের যে সংস্কার প্রয়োজন, তার রূপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছেন। তাই দ্রুত সংস্কার কাজ শেষ করে সরকারকে নির্বাচনের পথে অগ্রসর হতে হবে। দেশের মানুষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।’ 

শনিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় রাষ্ট্রকাঠামোর মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং দ্রুত নির্বাচনের দাবিও তুলে ধরা হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি ধৈর্যশীল দল এবং তারেক রহমানের কথা মানার দল। গত ১৭ বছর ধরে বিএনপিসহ গণতান্ত্রিক দলগুলো গণতান্ত্রিক নির্বাচনের জন্য আন্দোলন করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে বলে আমারা বিশ্বাস করি। 

বিএনপির এই নেতা আরও বলেন, জিয়াউর রহমানের মতো নেতাকে শেখ হাসিনা অপমান করেছেন। তার স্ত্রী ও সন্তানের প্রতি দিনের পর দিন জুলুম-অত্যাচার করেছেন। তবে বিএনপির ধৈর্য কম নয়। আমরা অনেক আন্দোলন করেছি, পরিশ্রম করেছি। কিন্তু এই নয় মাস অতিবাহিত হওয়ার আগেই নির্বাচন আশা করেছিলাম। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান
সাম্য হত্যার প্রতিবাদে ঢাবিতে মোমবাতি প্রজ্বলন
১০