কর্ণফুলীতে মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক তিন

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২০:৩৩
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ১৭ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে অংশ নেয় প্রায় ১২ থেকে ১৫ জন কিশোর-যুবক। ৩-৪ মিনিটের এ মিছিল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় মিছিল করে একদল কিশোর-যুবক। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঝটিকা মিছিল থেকে তিনজনকে আটক করা হয়। অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান চলমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে’ এ ধরনের স্লোগান দিয়ে মিছিল করে।

মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছার ভাতিজা এবং গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরের ছেলে মোহাম্মদ ফয়সাল।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে ২২ বছর বয়সী ফারহানসহ তিনজনকে আটক করে কর্ণফুলী থানা পুলিশ। ফারহান সদ্য গ্রেফতার হওয়া আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে। তবে বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার নিন্দা জানালো সরকার
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
সরকার উৎখাতের ষড়যন্ত্র : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে
আউট সোর্সিং নীতিমালা-২০২৫ মেনে চলার আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের
অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার : তারেক রহমান
জাকের-শামীমের ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান
শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে অর্থদণ্ড ও হাইড্রলিক হর্ন জব্দ
বাংলামোটরে মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী কারাগারে
গাজা সিটি ছেড়েছে আড়াই লক্ষাধিক বাসিন্দা : ইসরাইলি সেনাবাহিনী
১০