কর্ণফুলীতে মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক তিন

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২০:৩৩
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ১৭ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে অংশ নেয় প্রায় ১২ থেকে ১৫ জন কিশোর-যুবক। ৩-৪ মিনিটের এ মিছিল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় মিছিল করে একদল কিশোর-যুবক। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঝটিকা মিছিল থেকে তিনজনকে আটক করা হয়। অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান চলমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে’ এ ধরনের স্লোগান দিয়ে মিছিল করে।

মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছার ভাতিজা এবং গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরের ছেলে মোহাম্মদ ফয়সাল।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে ২২ বছর বয়সী ফারহানসহ তিনজনকে আটক করে কর্ণফুলী থানা পুলিশ। ফারহান সদ্য গ্রেফতার হওয়া আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে। তবে বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০