চাঁদপুরে তিন দিনব্যাপী ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ শুরু

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২০:৩৬
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন আজ চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় বক্তব্য দেন। ছবি : বাসস

চাঁদপুর, ১৭ মে, ২০২৫ (বাসস) : জেলার সরকারি টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে তিন দিনব্যাপী ৪৬তম ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ আজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলায় বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন সরকারি টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো পরিদর্শন করেন। তিন দিনের এ মেলায় জেলার ৫৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আজ দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে বিজ্ঞানে অবদান রাখতে হবে। আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে জ্ঞান চর্চা করতে হবে। পড়তে হবে, পড়া ছাড়া জ্ঞান হবে না। যতক্ষণ না নিজেরা বদলাবো, ততক্ষণ আমাদের দেশ উন্নত হবে না।

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক অনুষ্ঠান সঞ্চালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
জবিতে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালিত
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান
টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায় 
ড. তোফায়েল আহমেদের ইন্তেকালে জামায়াতের শোক
লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা, সহজে সেবা পাওয়ায় খুশি 
সারাদেশে ১০ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে: মহাপরিচালক
১০