চাঁদপুরে তিন দিনব্যাপী ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ শুরু

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২০:৩৬
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন আজ চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় বক্তব্য দেন। ছবি : বাসস

চাঁদপুর, ১৭ মে, ২০২৫ (বাসস) : জেলার সরকারি টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে তিন দিনব্যাপী ৪৬তম ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ আজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলায় বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন সরকারি টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো পরিদর্শন করেন। তিন দিনের এ মেলায় জেলার ৫৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আজ দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে বিজ্ঞানে অবদান রাখতে হবে। আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে জ্ঞান চর্চা করতে হবে। পড়তে হবে, পড়া ছাড়া জ্ঞান হবে না। যতক্ষণ না নিজেরা বদলাবো, ততক্ষণ আমাদের দেশ উন্নত হবে না।

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক অনুষ্ঠান সঞ্চালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০