চাঁদপুরে তিন দিনব্যাপী ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ শুরু

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২০:৩৬
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন আজ চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় বক্তব্য দেন। ছবি : বাসস

চাঁদপুর, ১৭ মে, ২০২৫ (বাসস) : জেলার সরকারি টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে তিন দিনব্যাপী ৪৬তম ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ আজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলায় বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন সরকারি টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো পরিদর্শন করেন। তিন দিনের এ মেলায় জেলার ৫৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আজ দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে বিজ্ঞানে অবদান রাখতে হবে। আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে জ্ঞান চর্চা করতে হবে। পড়তে হবে, পড়া ছাড়া জ্ঞান হবে না। যতক্ষণ না নিজেরা বদলাবো, ততক্ষণ আমাদের দেশ উন্নত হবে না।

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক অনুষ্ঠান সঞ্চালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০