ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ১৩ টি ওষুধের দোকানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২০:৫৪
ছবি : বাসস

বগুড়া, ১৭ মে ২০২৫ (বাসস): জেলার খান মার্কেটে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ১৩টি ওষুধের দোকানের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৮২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে শহরের খান মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় ওষুধ প্রশাসনের কর্মকর্তা, সেনা সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অধিকাংশ দোকানে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া বেশ কিছু দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় অথবা নবায়নের জন্য এখনও আবেদন প্রক্রিয়াধীন থাকায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, মোট ১৩টি দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করে ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, ফিজিশিয়ান স্যাম্পল মূলত চিকিৎসকদের বিনামূল্যে প্রদানের জন্য ওষুধ কোম্পানিগুলো সরবরাহ করে থাকে। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই স্যাম্পল বাজারে বিক্রি করে বেআইনিভাবে লাভবান হচ্ছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং স্বাস্থ্যখাতে অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০