ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ১৩ টি ওষুধের দোকানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২০:৫৪
ছবি : বাসস

বগুড়া, ১৭ মে ২০২৫ (বাসস): জেলার খান মার্কেটে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ১৩টি ওষুধের দোকানের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৮২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে শহরের খান মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় ওষুধ প্রশাসনের কর্মকর্তা, সেনা সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অধিকাংশ দোকানে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া বেশ কিছু দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় অথবা নবায়নের জন্য এখনও আবেদন প্রক্রিয়াধীন থাকায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, মোট ১৩টি দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করে ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, ফিজিশিয়ান স্যাম্পল মূলত চিকিৎসকদের বিনামূল্যে প্রদানের জন্য ওষুধ কোম্পানিগুলো সরবরাহ করে থাকে। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই স্যাম্পল বাজারে বিক্রি করে বেআইনিভাবে লাভবান হচ্ছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং স্বাস্থ্যখাতে অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০