জবিতে ৩য় পর্যায়ে বিষয় প্রাপ্তদের ভর্তি ফি জমার নির্দেশ

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২০:৫৯

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৩য় পর্যায়ে বিষয় প্রাপ্তদের আগামী মঙ্গলবারের (২০ মে) মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফি জমা দিতে হবে। এ ছাড়াও, প্রয়োজনীয় কাগজপত্র আজ (১৭ মে) শনিবার থেকে আগামী মঙ্গলবারের (২০ মে) মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞান অনুষদ ও লাইফ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১২ হাজার  ৪৩০ টাকা জমা দিতে হবে। বিজনেস অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১০ হাজার ৪৩০ টাকা জমা দিতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইনস্টিটিউটসমূহের জন্য (ফিল্ম এন্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ১০ হাজার ৪৩০ টাকা জমা দিতে হবে। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এবং সংগীত ও নাট্যকলা বিভাগের জন্য ১২ হাজার ৪৩০ টাকা জমা দিতে হবে। চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ১২ হাজার ৪৩০ টাকা জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ডিন অফিসে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম এবং দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০