জবিতে ৩য় পর্যায়ে বিষয় প্রাপ্তদের ভর্তি ফি জমার নির্দেশ

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২০:৫৯

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৩য় পর্যায়ে বিষয় প্রাপ্তদের আগামী মঙ্গলবারের (২০ মে) মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফি জমা দিতে হবে। এ ছাড়াও, প্রয়োজনীয় কাগজপত্র আজ (১৭ মে) শনিবার থেকে আগামী মঙ্গলবারের (২০ মে) মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞান অনুষদ ও লাইফ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১২ হাজার  ৪৩০ টাকা জমা দিতে হবে। বিজনেস অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১০ হাজার ৪৩০ টাকা জমা দিতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইনস্টিটিউটসমূহের জন্য (ফিল্ম এন্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ১০ হাজার ৪৩০ টাকা জমা দিতে হবে। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এবং সংগীত ও নাট্যকলা বিভাগের জন্য ১২ হাজার ৪৩০ টাকা জমা দিতে হবে। চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ১২ হাজার ৪৩০ টাকা জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ডিন অফিসে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম এবং দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০