জাবিতে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২১:৩০
ছবি : বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৭ মে, ২০২৫(বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’ নামে একটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এতে ৫৫ রানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জয়ী হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ হিসেবে আমরা কেবল শিক্ষক বা প্রশাসক হিসেবেই নয়, বরং আমরাও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবক হিসেবেও কাজ করি। তারা যাতে নিজেদের বঞ্চিত বা বহির্ভূত বোধ না করে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আজকে এখানে আমাদের উপস্থিতি আমাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষা ও গবেষণায় শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তি নিশ্চিত করবে এবং প্রবেশাধিকার উন্নত করবে। আমরা তাদের চ্যালেঞ্জগুলো সহজ করার এবং তাদের একাডেমিক কমিউনিটি’র সঙ্গে সম্পূর্ণরূপে একীভূত করতে একটি বিস্তৃত পরিকল্পনা তৈরির বিষয়ে আশাবাদী।

ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের প্রতিষ্ঠাতা সভাপতি নাজিম হোসেন প্ল্যাটফর্মের দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়ে বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা করা।

তিনি বলেন, একটি অ্যাডভোকেসি গ্রুপ হিসেবে, আমরা নীতি ও অবকাঠামো-সম্পর্কিত ঘাটতি চিহ্নিত করে প্রশাসনকে সহায়তা করার লক্ষ্য রয়েছে, যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়তা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল
খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন : দ্রুত চালুর দাবি
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে: ডা. সায়েদুর রহমান
তালেবান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর শুরু
বিসিএস পরীক্ষার্থীদের ঢাকায় যাতায়াতে ৬ টি বাসের ব্যবস্থা
বহুমুখী পরিবহন পরিকল্পনা গ্রহণ করছে সরকার
সুনামগঞ্জে স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা 
নরসিংদীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা 
১০