দিনাজপুরে চার দিনব্যাপী অনূর্ধ্ব ১৫ কাব স্কাউটস প্রশিক্ষণ কোর্স শুরু

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৩:৫৪
ছবি : বাসস

দিনাজপুর, ১৮ মে, ২০২৫ (বাসস) : অনূর্ধ্ব ১৫ কাব স্কাউটস সদস্যদের নেতৃত্বদানে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলায় চার দিনব্যাপী ষষ্ঠক নেতা প্রশিক্ষণ কোর্স আজ শুরু হয়েছে।  

জেলা স্কাউটস এর উদ্যোগে আজ সকালে দিনাজপুর শহরের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এ কোর্সের উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা সম্পাদক মো. আকরাম হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ স্কাউটস পতাকা উত্তোলনের মাধ্যমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ২১ মে সমাপ্ত হবে।

এ প্রশিক্ষণ কোর্সে জেলার ১৩ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট গ্রুপের ৪০ জন কাব গার্লস স্কাউট  সদস্য অংশ নিচ্ছেন। এতে কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস্ দিনাজপুর জেলা কাব স্কাউট লিডার মো. মহিদুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা কোষাধ্যক্ষ মো. মশিউর রহমান, সাবেক কাব লিডার মো. আব্দুল মান্নান, উডব্যাজার মেহেনাজ পারভিন, উডব্যাজার সাবিনা ইয়াসমিন, প্রশিক্ষক ইমরুন নেহার (এলএলটি), প্রশিক্ষক ইসমত আরা (সিএলটি), প্রশিক্ষক উম্মে কুলসুম (উডব্যাজার) এবং এই কোর্সের কোয়ার্টার মাস্টার জিল্লুর হোসাইন (উডব্যাজার)।

স্কাউটস নেতৃবৃন্দ জানান, প্রাথমিক বিদ্যালয় থেকে মেয়ে শিক্ষার্থীদের কাব স্কাউটসে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে মেয়ে শিক্ষার্থীরা তাদের এলাকায় পর্যায়ক্রমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব বাস্তবায়নে তরুণীদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য স্কাউটস হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। এভাবে একজন তরুণী স্কাউটস জাতীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ পাবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় ৩ হাজার বস্তা ভেজাল মৎস্য খাবার জব্দ
মিছিল থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক
বন্দর কর্মকর্তা বরখাস্তের বিষয়ে আংশিক তথ্য প্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
নিয়োগে অনিয়মসহ নানাবিধ দুর্নীতির অভিযোগে রেড ক্রিসেন্ট সোসাইটিতে দুদকের অভিযান
চট্টগ্রামে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, স্বর্ণ ও টাকা উদ্ধার
লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান
দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান: জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন
২০২৫-২৬ অর্থবছরের ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন 
রাশিয়া রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন
নিজের রেকর্ড ভেঙে এভারেস্টে ১৯তম বার উঠলেন ব্রিটিশ পর্বতারোহী
১০