পবিপ্রবিতে প্রথমবারের মতো ‘গবেষণা’ উৎসব অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৬:৩৭
রোববার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথমবারের মতো ‘গবেষণা’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

পটুয়াখালী, ১৮ মে, ২০২৫ (বাসস) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথমবারের মতো ‘গবেষণা’ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

পবিপ্রবি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর উদ্যোগে দিনব্যাপী ‘উপকূলীয় অঞ্চলের সংকট, সম্ভাবনা ও টেকসই উন্নয়ন’ ভাবনা সংক্রান্ত উৎসব আজ রোববার অনুষ্ঠিত হয়।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চা ও সৃজনশীলতার কেন্দ্র। শিক্ষক ও গবেষকদের উচিত নিয়মিত গবেষণায় নিজেদের যুক্ত রেখে তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়া।’

পবিপ্রবি উপাচার্য  অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষকরা কেবল শ্রেণিকক্ষে শিক্ষাদানেই সীমাবদ্ধ না থেকে নিয়মিত গবেষণার মধ্য দিয়ে সমাজ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে। সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের শিক্ষকেরা ইতোমধ্যে নানাবিধ গবেষণা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে পবিপ্রবি এ বছরই প্রথমবার গবেষণা উৎসব আয়োজন করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।’

পবিপ্রবি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, পবিপ্রবি উপাচার্য  প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার ও আইকিউএসি সেল এর পরিচালক প্রফেসর ড. মো. ইকতিয়ার প্রমুখ ।

উল্লেখ্য, উৎসব শেষে নির্বাচিত গবেষণা প্রতিবেদন নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশ এবং একটি সাংগঠনিক প্রতিবেদন প্রস্তুতের উদ্যোগ নেয়া হয়। 

গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গবেষকদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল
খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন : দ্রুত চালুর দাবি
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে: ডা. সায়েদুর রহমান
তালেবান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর শুরু
বিসিএস পরীক্ষার্থীদের ঢাকায় যাতায়াতে ৬ টি বাসের ব্যবস্থা
বহুমুখী পরিবহন পরিকল্পনা গ্রহণ করছে সরকার
সুনামগঞ্জে স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা 
নরসিংদীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা 
১০