নাটোর, ১৮ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ নাটোর পৌরসভায় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অংশীজনদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১টায় নাটোর পৌরসভার হলরুমে দিনব্যাপী এ সভার কার্যক্রম শুরু হয়।
স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারী প্রজেক্ট (এলজিসিআরআরপি) এ পরামর্শ সভার আয়োজন করে।
নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হকের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, নাটোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মালেক, এলজিসিআরআরপি’র প্রশিক্ষক আকরাম হোসেন প্রমুখ।
পরামর্শ সভায় নাটোর পৌরসভার নয়টি ওয়ার্ড এলাকা থেকে অংশগ্রহনকারী বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ পরিবেশ-বান্ধব পৌরসভা নির্মাণে তাদের মতামত তুলে ধরেন। পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং নাগরিক সেবার পরিধি বৃদ্ধির বিষয়ে বক্তারা পরামর্শ প্রদান করেন।