বেরোবিতে ফাইল ট্র্যাকিং সিস্টেম চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে : উপাচার্য

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৭:১৪
বেরোবিতে রোববার একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনার লক্ষে ‘ফাইল ট্র্যাকিং সিস্টেম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঢাকা, ১৮ মে,২০২৫(বাসস) : ফাইল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অফিসে কার্যক্রম শুরু হয়েছে। এবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও(বেরোবি)এই সিস্টেম চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

আজ  বেরোবির একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক  কর্মশালায়  প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী এ তথ্য জানান।  

বেরোবিতে একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনার লক্ষে ‘ফাইল ট্র্যাকিং সিস্টেম’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উপাচার্য বলেন, ফাইল ট্র্যাকিং সিস্টেম প্রশাসনিক কার্যক্রমে সময় ও ভোগান্তি দূর করার পাশাপাশি জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা এই নতুন সিস্টেমটি চালু করার আগে এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এ ধরনের কর্মশালা থেকে। 

এ সময় ফাইল ট্র্যাকিং সিস্টেম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: ইলিয়াছ প্রামানিক বলেন, বর্তমান উপাচার্যের দূরদর্শী নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ে ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে চলেছে। ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হলে দপ্তর ভিত্তিক কাজে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং দীর্ঘসূত্রিতাও কমে আসবে।

কর্মশালায় ফাইল ট্র্যাকিং সিস্টেমের বিভিন্ন প্রযুক্তিগত দিক ও এর ব্যবহার নিয়ে আলোচনা করেন বেরোবি আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো:বেলাল হোসেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০