বেরোবিতে ফাইল ট্র্যাকিং সিস্টেম চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে : উপাচার্য

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৭:১৪
বেরোবিতে রোববার একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনার লক্ষে ‘ফাইল ট্র্যাকিং সিস্টেম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঢাকা, ১৮ মে,২০২৫(বাসস) : ফাইল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অফিসে কার্যক্রম শুরু হয়েছে। এবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও(বেরোবি)এই সিস্টেম চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

আজ  বেরোবির একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক  কর্মশালায়  প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী এ তথ্য জানান।  

বেরোবিতে একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনার লক্ষে ‘ফাইল ট্র্যাকিং সিস্টেম’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উপাচার্য বলেন, ফাইল ট্র্যাকিং সিস্টেম প্রশাসনিক কার্যক্রমে সময় ও ভোগান্তি দূর করার পাশাপাশি জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা এই নতুন সিস্টেমটি চালু করার আগে এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এ ধরনের কর্মশালা থেকে। 

এ সময় ফাইল ট্র্যাকিং সিস্টেম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: ইলিয়াছ প্রামানিক বলেন, বর্তমান উপাচার্যের দূরদর্শী নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ে ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে চলেছে। ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হলে দপ্তর ভিত্তিক কাজে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং দীর্ঘসূত্রিতাও কমে আসবে।

কর্মশালায় ফাইল ট্র্যাকিং সিস্টেমের বিভিন্ন প্রযুক্তিগত দিক ও এর ব্যবহার নিয়ে আলোচনা করেন বেরোবি আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো:বেলাল হোসেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০