দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে : দুদক চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৭:৫৬ আপডেট: : ১৮ মে ২০২৫, ১৮:৩৮
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি : সংগৃহীত

মৌলভীবাজার, ১৮ মে, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে; দুর্নীতি যত কমবে; সমাজে বৈষম্য তত কমবে।

মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৭৫তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

'আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই' শ্লোগানকে সামনে রেখে আজ দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মৌলভীবাজারে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

দুদক চেয়ারম্যান বলেন, 'বলা হয় সারাদেশে দুর্নীতি দমনে দুদকের অফিস, জনবল বাড়াতে হবে’ এ বিষয়ে বলতে চাই সমাজে দুর্নীতি যত কমবে দুদকের প্রয়োজনীয়তাও তত কমবে।

তিনি বলেন, 'বৈধ সেবা প্রাপ্তির জন্য জ্ঞাতসারে আমরা সবাই ঘুষ প্রদান করে থাকি; সেটা বন্ধ করতে হবে।'

মৌলভীবাজারকে ঘুষ-দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করতে সকল পর্যায়ের সেবাদাতা- সেবাগ্রহীতাকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আগামীতে দুর্নীতিমুক্ত জেলাগুলোর মধ্যে মৌলভীবাজার এগিয়ে থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক যুদ্ধ ঘোষণা করেছে। এ যুদ্ধে জয়লাভ  দুদকের একার পক্ষে সম্ভব নয়; এদেশের সকল জনগণকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে  ঘুষ দেয়। সবাই মিলে চেষ্টা করলে  দুর্নীতি দমন সম্ভব। আর ব্যক্তি হিসেবে নিজে নিজের দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি হিসেবে নিজে ঘুষ দিবেন না, প্রতিবাদ করবেন, চিৎকার করে লোকজন ডাকবেন, ভিডিও করবেন তাহলে প্রতিষ্ঠানিক দুর্নীতি কমতে বাধ্য।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের  উপপরিচালক মো. এরশাদ মিয়াঁ বক্তৃতা করেন।

আজকের গণশুনানিতে ১৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মোট ৫৮টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় । এর মধ্যে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানে নেয়া হয় এবং ১১টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। 

এছাড়া অন্যান্য অভিযোগের বিষয়গুলোরও সমাধান দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ার ভিডিওকে খাগড়াছড়ির বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা
খাগড়াছড়ির সহিংসতা নিয়ে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন শনাক্ত
রাঙ্গুনিয়ার পূজামণ্ডপ পরিদর্শনে হুম্মাম কাদের চৌধুরী
শিল্পকলায় শেষ হল দু’দিনের শারদীয় সাংস্কৃতিক উৎসব
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরে পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
ইসলামপুরের পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
১০