
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম সেশনে ৩১ ওভারে ৩ উইকেটে ১০০ রান করেছে স্বাগতিক বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে ৮৪ বলে ৫২ রান যোগ করেন তারা। ৬টি চারে ৪৪ বলে ৩৫ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন সাদমান।
উইকেটে সেট হয়ে ব্যক্তিগত ৩৪ রানে থামেন জয়। তার ৮৬ বলের ইনিংসে ২টি চার ছিল।
চার নম্বরে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১টি ছক্কায় ৮ রানে করেন তিনি।
৯৫ রানে ৩ উইকেট পতনের পর ২০ বলে ৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন মোমিনুল হক ও শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। মোমিনুল ১৭ ও মুশফিক ৩ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের পতন হওয়া ৩ উইকেটই শিকার করেছেন স্পিনার এন্ডি ম্যাকব্রিন।