কানাডা বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগ করতে আগ্রহী

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৯:২৭
রোববার বেবিচক সদর দপ্তরে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মনজুর কবির ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : কানাডা বাংলাদেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন খাতে, বিশেষ করে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং আজ রোববার রাজধানীর বেবিচক সদর দপ্তরে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাতের সময় এই আগ্রহ প্রকাশ করেন।

বেবিচক চেয়ারম্যান ভূঁইয়া বাসসকে বলেন, ‘তারা (কানাডা) বিমান পরিবহন খাতে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং আমি হাইকমিশনারকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছি। সম্ভাব্যতা প্রমাণিত হলে আমরা বাংলাদেশের বিমান পরিবহণ খাতের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে প্রস্তুত।’ 

কক্সবাজারসহ গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে চলমান অবকাঠামো উন্নয়ন, বিদ্যমান কার্গো ভিলেজের পরিচালনা কার্যক্রম এবং বেবিচক এর দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

উভয় পক্ষ বিমান চলাচলে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেছে। ঢাকা এবং অটোয়া উভয়ই অবকাঠামো ও সংযোগের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করতে চায়।

বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে প্রচেষ্টা চালানোর আহ্বান জামায়াত আমিরের
সুনামগঞ্জে দুদকের ১৭৬তম গণশুনানি সোমবার
পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ১২ জনের পদোন্নতি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু
হরিণ শিকার ঠেকাতে সুন্দরবনে চিরুনি অভিযান চলছে
দুর্ঘটনারোধে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন
দক্ষিণ আমেরিকার জঙ্গলে সুপারম্যাক্স কারাগার নির্মাণের পরিকল্পনা ফ্রান্সের 
কান চলচ্চিত্র উৎসব : প্রথম সপ্তাহের উল্লেখযোগ্য মুহূর্ত
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
১০