কানাডা বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগ করতে আগ্রহী

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৯:২৭
রোববার বেবিচক সদর দপ্তরে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মনজুর কবির ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : কানাডা বাংলাদেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন খাতে, বিশেষ করে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং আজ রোববার রাজধানীর বেবিচক সদর দপ্তরে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাতের সময় এই আগ্রহ প্রকাশ করেন।

বেবিচক চেয়ারম্যান ভূঁইয়া বাসসকে বলেন, ‘তারা (কানাডা) বিমান পরিবহন খাতে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং আমি হাইকমিশনারকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছি। সম্ভাব্যতা প্রমাণিত হলে আমরা বাংলাদেশের বিমান পরিবহণ খাতের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে প্রস্তুত।’ 

কক্সবাজারসহ গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে চলমান অবকাঠামো উন্নয়ন, বিদ্যমান কার্গো ভিলেজের পরিচালনা কার্যক্রম এবং বেবিচক এর দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

উভয় পক্ষ বিমান চলাচলে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেছে। ঢাকা এবং অটোয়া উভয়ই অবকাঠামো ও সংযোগের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করতে চায়।

বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ার ভিডিওকে খাগড়াছড়ির বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা
খাগড়াছড়ির সহিংসতা নিয়ে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন শনাক্ত
রাঙ্গুনিয়ার পূজামণ্ডপ পরিদর্শনে হুম্মাম কাদের চৌধুরী
শিল্পকলায় শেষ হল দু’দিনের শারদীয় সাংস্কৃতিক উৎসব
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরে পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
ইসলামপুরের পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
১০