চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একব্যক্তির যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৯:৫৩

চাঁপাইনবাবগঞ্জ, ১৮ মে, ২০২৫ (বাসস) : জেলায় আজ হত্যা মামলায় আসামি নূর আমিন (৩০)-কে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচহাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। 

আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী নূর আমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর মিস্ত্রিপাড়ার বাসিন্দা। 

জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পিপি আব্দুল ওদুদ জানান, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলার সদর উপজেলার রাজারামপুর মিস্ত্রিপাড়ার রমজান আলির খাবারের দোকানে নূর আমিনের কাছে তার পাওনা ১৫৫ টাকা ফেরত চান রমজান আলী। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নূর আমিন কাঠের বেলুনি দিয়ে রমজানের মাথায় আঘাত করেন।

এ ঘটনায় আহত রমজানকে আলীকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে, অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রমজান আলী মারা যান।

এ ঘটনায় মৃত রমজানের স্ত্রী সুমাইয়া খাতুন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক আদালতে আসামি নূর আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়। বিচারিক প্রক্রিয়া শেষে রোববার চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ মামলার রায় ঘোষণা করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আজ ১৬৫ জন আক্রান্ত
কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে ক্ষুদ্র উদ্যোক্তাদের গুরুত্ব দিতে হবে
জনতাই সবসময় বাংলাদেশের ইতিহাস পাল্টে দিয়েছে
জাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
জাতীয় রাজস্ব বোর্ডের জুলাই-২০২৫ মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়
রাজধানীতে বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জামায়াতে ইসলামীর
১০