গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৩
ছবি: বাসস

গোপালগঞ্জ, ১০ নভেম্বর ২০২৫ (বাসস) : দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

গতকাল রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের সতীশ চন্দ্র ভট্টাচার্যের পুত্র সরোজ ভট্টাচার্য (৬০) ও মোটরসাইকেল চালক একই গ্রামের ত্রিনাথ বিশ্বাসের পুত্র বিজয় বিশ্বাস (২২)।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন দুর্ঘটনার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

আফজাল হোসেন জানান, রাতে একটি মোটরসাইকেলে করে বিজয় বিশ্বাস ও সরোজ ভট্টাচার্য বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বিজয় বিশ্বাস নিহত হন ও আরোহী সরোজ ভট্টাচার্য মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা সবুজকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে    
ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
এনবিআর চালু করল অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল 
ফিলিপাইনের টাইফুন ফুং-ওং-এর আঘাতে ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত 
যুক্তরাষ্ট্রে দীর্ঘতম শাটডাউন অবসানে চুক্তিতে পৌঁছেছেন সিনেটররা 
খুবি উপাচার্যের সঙ্গে নিরাপত্তা শাখার কর্মীদের মতবিনিময়
পঞ্চগড়ের নতুন ডিসি কাজী সায়েমুজ্জামান
ঝিনাইদহে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি
চট্টগ্রামে বিপিডিবি’র দুই দপ্তরে দুদক-এর অভিযান
১০