লালমনিরহাট, ১৮ মে ২০২৫ (বাসস): জেলা সদরে আজ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, লালমনিরহাটে বিশেষ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুপুরে দুদক-এর কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দুদকের দল হাসপাতালের রোগীদের খাবারের পরিমাণ, সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংরক্ষণ ঘর (স্টোর রুম) সরেজমিনে পরিদর্শন করে।
অভিযানকালে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, লালমনিরহাট-এর তত্ত্বাবধায়ক ডা. মো. আবদুল মোকাদ্দেম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিরা প্রমুখ উপস্থিত ছিলেন।
দুদকের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, অভিযানের বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।