সাতক্ষীরায় ৩ হাজার বস্তা ভেজাল মৎস্য খাবার জব্দ

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ২০:৪০
ছবি : বাসস

সাতক্ষীরা, ১৮ মে ২০২৫ (বাসস): জেলার কলারোয়া উপজেলায় আজ অস্বাস্থ্যকর ও ভোজাল মৎস্য খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানে টাস্কফোর্সের অভিযানে ৩ হাজার বস্তা মৎস্য খাবার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ‘মেসার্স ভাই ভাই ফিস ফিড’ কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রোববার বিকাল সাড়ে তিনটার কলারোয়া উপজেলার হেলাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কলারোয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জেলার কলারোয়া উপজেলার হেলাতলা নামক স্থানে মানবদেহের জন্য ক্ষতিকর, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত ভেজাল মৎস্য খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, পুলিশ, বিএসটিআই কর্মকর্তা প্রমুখের সমন্বয়ে গঠিত একটি টাস্কর্ফোস টিম অভিযান চালায়। 

এ সময় খাদ্য সামগ্রী উৎপাদন আইন লঙ্ঘনের দায়ে মেসার্স ভাই ভাই ফিস ফিড থেকে ৩ হাজার বস্তা ভেজাল ও অস্বাস্থ্যকর মৎস্য খাবার জব্দ করা হয়। একই সাথে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক “মেসার্স ভাই ভাই ফিস ফিড” এর মালিক মো. তরিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, বিএসটিআই’র খুলনা ফিল্ড অফিসার মো. আব্দুল মান্নানসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা 
নরসিংদীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা 
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপিত
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির উদ্যোগে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠিত
যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণার পরও গাজায় হামলা
জিম্মিদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে: ইসরাইলি সেনাবাহিনী
গাজাকে ‘শান্তিপূর্ণ’ রাখতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে: ট্রাম্প
পিরোজপুরে মোবাইল কোর্টের অভিযানে আড়াই হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস
১০