শেকৃবি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন সাদা দলের কমিটি ঘোষণা

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১১:২৪ আপডেট: : ১৯ মে ২০২৫, ১৪:২০
শেকৃবি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন সাদা দলের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার এবং সাধারণ সম্পাদক মোছা. নূর মহল আখতার বানু। ফাইল ছবি

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এর কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারকে সভাপতি ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানুকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২০২৪-২৫ সনের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।

শেকৃবির সাদা দলের ২০২৪-২৫ সনের কমিটি গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটি নতুন এ কমিটি গঠন করে। কমিটির সহ সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান সরকার, কৃষি পরিসংখ্যান বিভাগ ও অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব ইসলাম, এগ্রিকালচারাল বোটানী বিভাগ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ, কৃষি পরিসংখান বিভাগ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশরাফী হোসেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ও অধ্যাপক ড. জসিম উদ্দিন, উদ্যানতত্ত্ব বিভাগ, যুগ্ম কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী, কৃষি রসায়ন বিভাগ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুলাহেল বাকী, কৃষিতত্ত্ব বিভাগ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. খাদিজা আক্তার, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, উদ্যানতত্ত্ব বিভাগ, যুগ্ম প্রচার সম্পাদক অধ্যাপক ড. এস. এম. মিজানুর রহমান, কীটতত্ত্ব বিভাগ।

কমিটিতে  সদস্য রয়েছেন- অধ্যাপক ড. মো. রজ্জব আলী, কীটতত্ত্ব বিভাগ, মো. নূরউদ্দীন মিয়া, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ড. এফ, এম. আমিনুজ্জামান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, ড. জামিলুর রহমান, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ,  ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ,  ড. মো. জাহাঙ্গীর আলম, এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগ, ড. মো. জাহিদুর রহমান, উদ্যানতত্ত্ব বিভাগ, ড. মো. আব্দুর রহিম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, ড. মোহাম্মদ জামশেদ আলম, কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০