শেকৃবি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন সাদা দলের কমিটি ঘোষণা

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১১:২৪ আপডেট: : ১৯ মে ২০২৫, ১৪:২০
শেকৃবি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন সাদা দলের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার এবং সাধারণ সম্পাদক মোছা. নূর মহল আখতার বানু। ফাইল ছবি

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এর কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারকে সভাপতি ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানুকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২০২৪-২৫ সনের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।

শেকৃবির সাদা দলের ২০২৪-২৫ সনের কমিটি গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটি নতুন এ কমিটি গঠন করে। কমিটির সহ সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান সরকার, কৃষি পরিসংখ্যান বিভাগ ও অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব ইসলাম, এগ্রিকালচারাল বোটানী বিভাগ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ, কৃষি পরিসংখান বিভাগ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশরাফী হোসেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ও অধ্যাপক ড. জসিম উদ্দিন, উদ্যানতত্ত্ব বিভাগ, যুগ্ম কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী, কৃষি রসায়ন বিভাগ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুলাহেল বাকী, কৃষিতত্ত্ব বিভাগ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. খাদিজা আক্তার, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, উদ্যানতত্ত্ব বিভাগ, যুগ্ম প্রচার সম্পাদক অধ্যাপক ড. এস. এম. মিজানুর রহমান, কীটতত্ত্ব বিভাগ।

কমিটিতে  সদস্য রয়েছেন- অধ্যাপক ড. মো. রজ্জব আলী, কীটতত্ত্ব বিভাগ, মো. নূরউদ্দীন মিয়া, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ড. এফ, এম. আমিনুজ্জামান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, ড. জামিলুর রহমান, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ,  ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ,  ড. মো. জাহাঙ্গীর আলম, এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগ, ড. মো. জাহিদুর রহমান, উদ্যানতত্ত্ব বিভাগ, ড. মো. আব্দুর রহিম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, ড. মোহাম্মদ জামশেদ আলম, কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০