দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের মাধ্যমে প্রাণহানি কমানো সম্ভব : অনুষ্ঠানে বক্তারা

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৫:১৮
সোমবার গাইবান্ধা সরকারি কলেজ মিলনায়তনে সাত দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আয়োজিত। ছবি: বাসস

গাইবান্ধা, ১৯ মে, ২০২৫ (বাসস): সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হলে জরুরি অবস্থায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বক্তারা।

গাইবান্ধা সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত সাত দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সোমবার এসব কথা বলেন তারা।

বক্তারা আরো বলেন, দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দুর্যোগের আগে, চলাকালীন ও পরেও কার্যকর ভূমিকা রাখতে পারে।

গত মঙ্গলবার গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রশিক্ষণ পরিচালনা করেন গাইবান্ধা সরকারি কলেজ বিএনসিসি ইউনিটের আন্ডার অফিসার অধ্যাপক আবু সাঈদ মণ্ডল এবং গাইবান্ধা সরকারি মহিলা কলেজের আন্ডার অফিসার অধ্যাপক মোসাম্মাৎ শিরিন।

এ ছাড়া, বিশেষ একটি অধিবেশন পরিচালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

প্রশিক্ষকরা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব দুর্যোগ পরিস্থিতিতে কাজে লাগিয়ে প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমানো সম্ভব।

জেলার বিভিন্ন সরকারি কলেজ ইউনিটের প্রায় ১০০ জন বিএনসিসি সদস্য প্রশিক্ষণে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেষ হয়েছে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা
অবৈধ পন্থায় শুল্কমুক্তভাবে গাড়ি এনে রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগে দুদকের অভিযান
পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তা বদলি
গাজায় সোমবার থেকে শিশুখাদ্য ঢুকতে দেবে ইসরাইল
শেখ হাসিনার বিরুদ্ধে টাঙ্গাইলে মামলা 
ঝিনাইদহ সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার হেরোইন উদ্ধার
নতুন পোপকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের
নড়াইলে বেকসুর খালাস পেলেন বিএনপি’র ৪৪ নেতা-কর্মী 
বাংলাদেশে ফ্লাইট চালুর অনুমোদন পেলো পাকিস্তানের এয়ার-সিয়াল
ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও চলাফেরা নির্বিঘ্নে তিন হলের দায়িত্বে প্রক্টরিয়াল টিম
১০