রংপুরে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৫:৪৪ আপডেট: : ১৯ মে ২০২৫, ১৫:৪৮
রংপুরে বিভিন্ন মহাসড়কে অবৈধ সিএনজি ও অটো চলাচল বন্ধসহ স্ট্যান্ড উচ্ছেদ শুরু। ছবি: বাসস

রংপুর, ১৯ মে ২০২৫ (বাসস) : জেলার বিভিন্ন মহাসড়কে অবৈধ সিএনজি ও অটো চলাচল বন্ধসহ স্ট্যান্ড উচ্ছেদ শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন। আজ সকালে নগরীর দুটি গুরুত্বপূর্ণ মোড় দর্শনা ও সিও বাজারে অভিযান চালায়  ট্র্যাফিক বিভাগ। এর আগে গতকাল রোববার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় ও মাহিগঞ্জ সাতমাথা এবং রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক থেকে অবৈধ সিএনজি ও অটো স্ট্যান্ড উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাইয়ুম ও মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিসি) আব্দুর রশিদ।

অভিযানের সময় স্ট্যান্ড উচ্ছেদ না করতে অটো রিকশা, সিএনজি চালকরা প্রশাসন ও পুলিশের কাছে অনুরোধ জানান। এ সময় উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অভিযানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন ট্র্যাফিক পুলিশের ইনচার্জ রাশিদুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আবু রায়হান।

রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিসি) আব্দুর রশিদ বলেন, অবৈধভাবে বাংলাদেশ ব্যাংক মোড় থেকে হাতিবান্ধা, লালমনিরহাট, পাটগ্রাম, বুড়িমারী, মাহিগঞ্জ, সাতমাথা থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দর্শনা মোড় থেকে দিনাজপুর, ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকায় এই অবৈধ সিএনজি ও অটোরিকশা মহাসড়কে চলাচলের ফলে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। দুর্ঘটনা রোধের জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাইয়ুম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় তিনি রংপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০