রংপুরে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৫:৪৪ আপডেট: : ১৯ মে ২০২৫, ১৫:৪৮
রংপুরে বিভিন্ন মহাসড়কে অবৈধ সিএনজি ও অটো চলাচল বন্ধসহ স্ট্যান্ড উচ্ছেদ শুরু। ছবি: বাসস

রংপুর, ১৯ মে ২০২৫ (বাসস) : জেলার বিভিন্ন মহাসড়কে অবৈধ সিএনজি ও অটো চলাচল বন্ধসহ স্ট্যান্ড উচ্ছেদ শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন। আজ সকালে নগরীর দুটি গুরুত্বপূর্ণ মোড় দর্শনা ও সিও বাজারে অভিযান চালায়  ট্র্যাফিক বিভাগ। এর আগে গতকাল রোববার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় ও মাহিগঞ্জ সাতমাথা এবং রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক থেকে অবৈধ সিএনজি ও অটো স্ট্যান্ড উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাইয়ুম ও মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিসি) আব্দুর রশিদ।

অভিযানের সময় স্ট্যান্ড উচ্ছেদ না করতে অটো রিকশা, সিএনজি চালকরা প্রশাসন ও পুলিশের কাছে অনুরোধ জানান। এ সময় উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অভিযানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন ট্র্যাফিক পুলিশের ইনচার্জ রাশিদুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আবু রায়হান।

রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিসি) আব্দুর রশিদ বলেন, অবৈধভাবে বাংলাদেশ ব্যাংক মোড় থেকে হাতিবান্ধা, লালমনিরহাট, পাটগ্রাম, বুড়িমারী, মাহিগঞ্জ, সাতমাথা থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দর্শনা মোড় থেকে দিনাজপুর, ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকায় এই অবৈধ সিএনজি ও অটোরিকশা মহাসড়কে চলাচলের ফলে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। দুর্ঘটনা রোধের জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাইয়ুম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় তিনি রংপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নড়াইলে বেকসুর খালাস পেলেন বিএনপি’র ৪৪ নেতা-কর্মী 
বাংলাদেশে ফ্লাইট চালুর অনুমোদন পেলো পাকিস্তানের এয়ার-সিয়াল
ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও চলাফেরা নির্বিঘ্নে তিন হলের দায়িত্বে প্রক্টরিয়াল টিম
দুদক খুলনায় গণশুনানী গ্রহণ করবে ২৫ মে 
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার দিনের ম্যাচ সিরিজে বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক দিপু
আইন অঙ্গনের সর্বক্ষেত্রে ব্যারিস্টার রাজ্জাকের বিচরণ ছিল : বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি বেশি খেলবে বাংলাদেশ
চীন দূতাবাস ও আটাব চীনা পর্যটন দিবস উদযাপন করেছে
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন
১০