ঝিনাইদহ, ১৯ মে, ২০২৫ (বাসস): জেলার শৈলকূপায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক বিভাগ। এসময় সরকারি জায়গা দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করায় বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আসাননগর এলাকায় এ অভিযান চালানো হয়।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগরে সড়ক বিভাগের জায়গা দখল করে পাকা স্থাপনা তৈরী করেছিলো স্থানীয় প্রভাবশালীরা। ওই সব স্থাপনা সরিয়ে নিতে সড়ক বিভাগের পক্ষ থেকে বারবার নোটিশ দেয়া হলেও দখলদাররা আদেশ না মেনে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছিল।
শৈলকূপা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) সিরাজুস সালেহীনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে জেলা সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর, সার্ভেয়ার সোহেল রানাসহ শৈলকূপা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সহকারী প্রকৌশলী বলেন, মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের আশেপাশে যেকোনো অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।