ঝিনাইদহে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:২৩
জেলার শৈলকূপায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : বাসস

ঝিনাইদহ, ১৯ মে, ২০২৫ (বাসস): জেলার শৈলকূপায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক বিভাগ। এসময় সরকারি জায়গা দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করায় বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আসাননগর এলাকায় এ অভিযান চালানো হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগরে সড়ক বিভাগের জায়গা দখল করে পাকা স্থাপনা তৈরী করেছিলো স্থানীয় প্রভাবশালীরা। ওই সব স্থাপনা সরিয়ে নিতে সড়ক বিভাগের পক্ষ থেকে বারবার নোটিশ দেয়া হলেও দখলদাররা আদেশ না মেনে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছিল। 

শৈলকূপা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) সিরাজুস সালেহীনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে জেলা সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর, সার্ভেয়ার সোহেল রানাসহ শৈলকূপা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সহকারী প্রকৌশলী বলেন, মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের আশেপাশে যেকোনো অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালে ‘দুর্নীতি বন্ধের’ জন্য বিক্ষোভকারীদের দাবি মেনে চলার অঙ্গীকার কার্কির
চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু ইসির
আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ শুরু কাল
জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকছেন প্রধান উপদেষ্টা
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৩০ নভেম্বর
খাগড়াছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান
খাগড়াছড়িতে ৮৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক
মাছ ধরার নৌযান আটক করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ ভেনেজুয়েলা
১০