ঝিনাইদহে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:২৩
জেলার শৈলকূপায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : বাসস

ঝিনাইদহ, ১৯ মে, ২০২৫ (বাসস): জেলার শৈলকূপায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক বিভাগ। এসময় সরকারি জায়গা দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করায় বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আসাননগর এলাকায় এ অভিযান চালানো হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগরে সড়ক বিভাগের জায়গা দখল করে পাকা স্থাপনা তৈরী করেছিলো স্থানীয় প্রভাবশালীরা। ওই সব স্থাপনা সরিয়ে নিতে সড়ক বিভাগের পক্ষ থেকে বারবার নোটিশ দেয়া হলেও দখলদাররা আদেশ না মেনে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছিল। 

শৈলকূপা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) সিরাজুস সালেহীনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে জেলা সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর, সার্ভেয়ার সোহেল রানাসহ শৈলকূপা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সহকারী প্রকৌশলী বলেন, মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের আশেপাশে যেকোনো অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা 
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপিত
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির উদ্যোগে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠিত
যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণার পরও গাজায় হামলা
জিম্মিদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে: ইসরাইলি সেনাবাহিনী
গাজাকে ‘শান্তিপূর্ণ’ রাখতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে: ট্রাম্প
পিরোজপুরে মোবাইল কোর্টের অভিযানে আড়াই হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস
দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
১০