নড়াইলে ইজিবাইক চালককে হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:৩১

নড়াইল, ১৯ মে, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের ইজিবাইক চালক আবু রোহান মোল্যাকে হত্যার দায়ে দুই আসামিকে ফাঁসির আদেশ ও প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছেন বিচারক ।

আজ বেলা ১২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো,জেলার সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মো. মুনজুর শেখের ছেলে মো. শাহিন শেখ (২৩) ও একই গ্রামের মো. আজিবার খাঁর ছেলে মো. রমজান খাঁ (২৮)।এ সময় আসামিরা আদালতের অনুপস্থিত ছিলেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. এসএম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেল ৪টার দিকে সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের মো. চান মিয়া মোল্যার ছেলে ইজিবাইক চালক মো. আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইজন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়ার দিকে যায়।রাতে আবু রোহান বাড়িতে ফিরে না আসায় পরের দিন সকালে সদর থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন রোহানের পিতা ।জিডি দায়েরের দিন সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় পাকা রাস্তার পাশে জমিতে পড়ে থাকা অবস্থায় আবু রোহানের মরদেহ উদ্ধার করে।

পুলিশ তদন্ত শেষে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩জনের নামে চার্জশীট আদালতে দাখিল করে।এ মামলায় ১৪ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আসামি শাহিন শেখ ও  রমজান খাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন বিচারক। এ মামলার অপর আসামি মো. মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০