নড়াইলে ইজিবাইক চালককে হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:৩১

নড়াইল, ১৯ মে, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের ইজিবাইক চালক আবু রোহান মোল্যাকে হত্যার দায়ে দুই আসামিকে ফাঁসির আদেশ ও প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছেন বিচারক ।

আজ বেলা ১২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো,জেলার সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মো. মুনজুর শেখের ছেলে মো. শাহিন শেখ (২৩) ও একই গ্রামের মো. আজিবার খাঁর ছেলে মো. রমজান খাঁ (২৮)।এ সময় আসামিরা আদালতের অনুপস্থিত ছিলেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. এসএম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেল ৪টার দিকে সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের মো. চান মিয়া মোল্যার ছেলে ইজিবাইক চালক মো. আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইজন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়ার দিকে যায়।রাতে আবু রোহান বাড়িতে ফিরে না আসায় পরের দিন সকালে সদর থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন রোহানের পিতা ।জিডি দায়েরের দিন সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় পাকা রাস্তার পাশে জমিতে পড়ে থাকা অবস্থায় আবু রোহানের মরদেহ উদ্ধার করে।

পুলিশ তদন্ত শেষে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩জনের নামে চার্জশীট আদালতে দাখিল করে।এ মামলায় ১৪ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আসামি শাহিন শেখ ও  রমজান খাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন বিচারক। এ মামলার অপর আসামি মো. মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০