আরএমপি ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে শীতলীকরণ উপকরণ বিতরণ

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:৪৯
আরএমপি ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে শীতলীকরণ উপকরণ বিতরণ। ছবি: আরএমপি

রাজশাহী, ১৯ মে, ২০২৫ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-তে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে শীতলীকরণ উপকরণ ছাতা, হাতপাখা, পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে আরএমপি সদর দফতরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এসব সামগ্রী বিতরণ করেন। 

আরএমপি ও স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়ন করেছে ইএসডিও হিটওয়েভ ইমার্জেন্সি অ্যাকশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট।

অনুষ্ঠানে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, তীব্র তাপদাহে ট্রাফিক সদস্যদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দায়িত্ব পালন করা অত্যন্ত কষ্টকর। নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে, তারা সকল প্রাকৃতিক পরিবেশে দায়িত্ব পালন করে। তাদের এই পরিশ্রম ও ত্যাগ লাঘবে এ শীতলীকরণ উপকরণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, রাজশাহীর এই প্রখর দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে সেবা দেয়। দীর্ঘ সময় তাপের মাঝে দায়িত্ব পালনের কারণে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন ও ত্বকের রোগ, এমনকি হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়। 

তিনি আরো বলেন, শীতলীকরণ উপকরণগুলো এই মুহূর্তে তাদের জন্য অপরিহার্য ছিল। মাঠ পর্যায়ের বাস্তব চাহিদা বুঝে, দ্রুততার সঙ্গে এগিয়ে আসায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. নূর আলম সিদ্দিকী ও ইএসডিও-এর প্রজেক্ট ম্যানেজার মো. মাহাবুবুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০