চট্টগ্রাম, ১৯ মে ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৩টি আগ্নেয়াস্ত্র ও শর্টগানের ৪টি কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭।
র্যাব-৭ এর পক্ষ থেকে আজ সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বাকলিয়া এক্সেস রোড দেলোয়ার জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর পশ্চিম পার্শ্বে ঝোপঝাড়ের ভিতর একটি বাদামি রং এর শপিং ব্যাগ পড়ে আছে। এই তথ্যের ভিত্তিতে রবিবার রাতে র্যাব-৭ এর একটি অভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ঝোপের মধ্যে শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩টি আগ্নেয়াস্ত্র ও শর্টগানের ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র এবং কার্তুজ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।