কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৯:০২

কুষ্টিয়া, ১৯ মে ২০২৫ (বাসস) : জেলার কুমারখালী উপজেলায় আজ ইটবাহী ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার কুমারখালী উপজেলায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কাজীপাড়া গাজী ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুজ আহমেদ জেলার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া কারিগরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া কলেজ মোড় এলাকার উজ্জ্বল ফার্মেসিতে কর্মরত ছিলেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ আহমেদ মোটরসাইকেল যোগে কুমারখালী থেকে কুষ্টিয়ার যাচ্ছিলেন। পথিমধ্যে কুমারখালী উপজেলায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কাজীপাড়া গাজী ফিলিং স্টেশনের পাশে একইমুখী একটি ইটবাহী ট্রাক্টরকে অভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গেলে  ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক সুরুজ আহমেদ ইটবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়েন। গুরুতর অবস্থায় সুরুজ আহমেদকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০