চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রবাসীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২০:০৮

চট্টগ্রাম, ১৯ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে বাদশা মিয়া (৫৫) নামের এক প্রবাস ফেরত ব্যক্তির মৃত্যু হয়েছে। জায়গা-জমি নিয়ে পারিবারিক কলহের জেরে তিনি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে পরিবার জানায়।

সোমবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে লোহাগাড়ার আধুনগর রূপবান পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাদশা মিয়া লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদার পাড়া গ্রামের মৃত রজিউল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে পারিবারিক কলহের পর বাড়ি থেকে বের হয়ে যান সম্প্রতি প্রবাস ফেরত বাদশা মিয়া। সকালে থানার পেছনে রেললাইনের উপর হাঁটতেও দেখেছেন পথচারীরা। ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী পর্যটন এক্সপ্রেস ট্রেনটির নিচে ঝাঁপ দেন তিনি। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় রেললাইনের মাঝখানে ছিটকে পড়ে থাকে।

নিহতের ছেলে জিসান বলেন, সকাল ৯টার দিকে জায়গা-জমির কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হন তার বাবা। বাবা এক বছর আগেও বিষপানে আত্মহত্যা করতে চেয়েছিল। রেললাইনে কাটা পড়ার খবর পেয়ে বাবার পরিচয় শনাক্ত করি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, রেললাইনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে শুনেছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
১০