দুদক খুলনায় গণশুনানী গ্রহণ করবে ২৫ মে 

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২১:০৯

খুলনা, ১৯ মে, ২০২৫ (বাসস): সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধান ও অভিযোগকারীর উপস্থিতিতে আগামী ২৫ মে সকাল ৯টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানি অনুষ্ঠিত হবে। 

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা' এ শ্লোগানে খুলনায় সরকারী, আধা-সরকারী ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনবেন দুর্নীতি দমন কমিশন দুদক এর দু'জন কমিশনার। 

গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবার আজীজী এবং বিশেষ অতিথি থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহসান ফরিদ। সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ জোরদার করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল লক্ষ্য।
দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ জানান, গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ খুলনা সদরের সকল সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সম্মুখে উপস্থাপন করবে। সেই লক্ষ্যে খুলনার কেসিসি সুপার মার্কেট চত্বর, শিববাড়ি মোড়স্থ জিয়া হলের সামনে ও বয়রা মহিলা কলেজের মোড়ে তিনটি অভিযোগ সংগ্রহ কেন্দ্রে এবং ৮টি মোবাইল টিম বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে ভুক্তভোগী ও হয়রানির শিকার নগরবাসীর অভিযোগ গ্রহণে কাজ করছে। 

এছাড়া সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণের কাজও চলছে। গণশুনানি বাস্তবায়নে খুলনা সদরের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত থাকবেন। গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার খুলনার সকল নাগরিকগণকে অভিযোগ কেন্দ্রসমূহ ও মোবাইল টিমের কাছে অভিযোগ দাখিল করে গণশুনানীতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০