নড়াইলে বেকসুর খালাস পেলেন বিএনপি’র ৪৪ নেতা-কর্মী 

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২১:১২

নড়াইল, ১৯ মে, ২০২৫ (বাসস): নড়াইলে ষড়যন্ত্রমূলক মামলায় বেকসুর খালাস পেলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৪ নেতা-কর্মী। 

আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী, সাবেক পিপি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।  

২০১৮ সালের ২০ এপ্রিল জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নড়াগাতী থানাধীন খাসিয়ালস্থ বাড়িতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত কবির মুরাদ, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের পুত্র বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

পুলিশ দোয়া অনুষ্ঠান উপস্থিত হয়ে কবির মুরাদ, অনিন্দ্য ইসলাম অমিত, সাজ্জাদুর রহমান সুজাসহ বেশ কয়েকজন বিএনপির নেতা-কর্মীদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় নড়াগাতি থানার তৎকালীন উপ-পরিদর্শক মারুফ-উল ইসলাম বাদী হয়ে জিয়া পরিষদের সাবেক সভাপতি কবির মুরাদ, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, সেক্রেটারি স.ম ওয়াহিদুজ্জামান মিলুসহ ৪৪ জনের নাম উল্লেখ করে এবং ১৪ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার সব আসামিকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০