নড়াইলে বেকসুর খালাস পেলেন বিএনপি’র ৪৪ নেতা-কর্মী 

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২১:১২

নড়াইল, ১৯ মে, ২০২৫ (বাসস): নড়াইলে ষড়যন্ত্রমূলক মামলায় বেকসুর খালাস পেলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৪ নেতা-কর্মী। 

আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী, সাবেক পিপি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।  

২০১৮ সালের ২০ এপ্রিল জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নড়াগাতী থানাধীন খাসিয়ালস্থ বাড়িতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত কবির মুরাদ, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের পুত্র বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

পুলিশ দোয়া অনুষ্ঠান উপস্থিত হয়ে কবির মুরাদ, অনিন্দ্য ইসলাম অমিত, সাজ্জাদুর রহমান সুজাসহ বেশ কয়েকজন বিএনপির নেতা-কর্মীদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় নড়াগাতি থানার তৎকালীন উপ-পরিদর্শক মারুফ-উল ইসলাম বাদী হয়ে জিয়া পরিষদের সাবেক সভাপতি কবির মুরাদ, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, সেক্রেটারি স.ম ওয়াহিদুজ্জামান মিলুসহ ৪৪ জনের নাম উল্লেখ করে এবং ১৪ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার সব আসামিকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০