ঝিনাইদহ সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার হেরোইন উদ্ধার

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২১:২২
ছবি: বাসস

ঝিনাইদহ, ১৯ মে, ২০২৫ (বাসস) : জেলার মহেশপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

আজ সোমবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন উথলী বিওপি’র হাবিলদার মো. শহর আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্ত পিলার-৭১/৭-এস সংলগ্ন সন্তোষপুর গ্রামের একটি কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানকালে পার্শ্ববর্তী সিংনগর গ্রামের মাঠ থেকে ১৩ বোতল ভারতীয় মদ ও ৪০০ পিস ভারতীয় অবৈধ উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।

এদিকে রাজাপুর ও নতুনপাড়া বিওপির পৃথক অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ, ৯৫০ কেজি ভারতীয় আম, ৪৩টি প্লাস্টিক ক্যারেট এবং ১টি ট্রলি গাড়ি উদ্ধার করে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক ও অন্যান্য মালামাল বিজিবি’র মালখানায় জব্দ রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০