ঝিনাইদহ সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার হেরোইন উদ্ধার

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২১:২২
ছবি: বাসস

ঝিনাইদহ, ১৯ মে, ২০২৫ (বাসস) : জেলার মহেশপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

আজ সোমবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন উথলী বিওপি’র হাবিলদার মো. শহর আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্ত পিলার-৭১/৭-এস সংলগ্ন সন্তোষপুর গ্রামের একটি কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানকালে পার্শ্ববর্তী সিংনগর গ্রামের মাঠ থেকে ১৩ বোতল ভারতীয় মদ ও ৪০০ পিস ভারতীয় অবৈধ উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।

এদিকে রাজাপুর ও নতুনপাড়া বিওপির পৃথক অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ, ৯৫০ কেজি ভারতীয় আম, ৪৩টি প্লাস্টিক ক্যারেট এবং ১টি ট্রলি গাড়ি উদ্ধার করে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক ও অন্যান্য মালামাল বিজিবি’র মালখানায় জব্দ রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০