ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশে তরুণদের ক্ষমতায়ন, যুবকদের সম্পৃক্ততাকে অর্থবহ করা এবং যুবনীতি জোরদার করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
আজ সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এই সহযোগিতা বাংলাদেশে যুব ক্ষমতায়নের জন্য একটি সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপ। আমাদের যুবসমাজকে নীতি নির্ধারণে অবদান রাখার জন্য একটি প্ল্যাটফর্ম নিশ্চিত করার মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য তাদের আরো ভালোভাবে প্রস্তুত করতে পারি। এর মধ্যে তরুণদের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির সাথে তাল মেলানো, একই সাথে পরিবেশ উন্নয়নে দক্ষতা এবং উদ্ভাবন প্রচারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সুযোগগুলোকে কাজে লাগানো।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বাংলাদেশের তরুণদের ক্ষমতায়নে ইউএনএফপিএ -এর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি বলেন, ‘জাতীয় যুব নীতি ২০১৭ অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর একটি পর্যালোচনা বাধ্যতামূলক। যেহেতু প্রথম পর্যালোচনা ২০২২ সালে হওয়ার কথা ছিল, যুব উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের প্রতি আমাদের প্রতিশ্রুতি জোরদার করতে এটি একটি সময়োপযোগী সুযোগ।’
ইউএনএফপিএ প্রতিনিধি মাসাকি ওয়াতাবে বলেন, যুবনীতি প্রণয়ন, ডাটাবেইজ সংরক্ষণসহ মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর মাধ্যমে ইউএনএফপিএ -এর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।