নরসিংদী ও খুলনার তিনটি স্কুল সরকারিকরণের প্রজ্ঞাপন জারি

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:৪৩

ঢাকা: ২০ মে, ২০২৫ (বাসস): নরসিংদী সদর উপজেলার ইউ এম সি আদর্শ বিদ্যালয়, খুলনার ফুলতলা উপজেলার আলীম ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে সোমবার আলাদা প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

উপসচিব মোছা. রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, ১৯ মে থেকে স্কুলগুলো সরকারি ঘোষণা করা হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয় সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এছাড়াও গত মার্চে চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চবিদ্যালয়, খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ও রাজশাহী জেলার পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়। আমিন জুট মিলস উচ্চবিদ্যালয় ‘আমিন জুট মিলস সরকারি উচ্চবিদ্যালয়’, ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ‘ক্রিসেন্ট সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ ও রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয় ‘রাজশাহী সরকারি পাটকল উচ্চবিদ্যালয়’ নামে সরকারি করা হয়। এ নিয়ে গত তিন মাসে মোট ৮টি স্কুল সরকারি করা হলো।

প্রচলিত বিধি-বিধানের আলোকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ছিল ৬৮০টি। তিন মাসে আটটি স্কুল যোগ হওয়ায় সেই সংখ্যা ৬৮৮টি হল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা, চট্টগ্রাম ও মৌলভীবাজারে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
যেকোনো ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : মির্জা ফখরুল 
সিলেটের কৃষিকে এগিয়ে নিতে প্রয়োজন দুর্যোগ সহনীয় পদ্ধতির প্রয়োগ : ফ্রিপ'র কর্মশালায় বক্তারা
ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিটের আদেশ আগামীকাল
আবারো ইইউ’র নিষেধাজ্ঞার কবলে রাশিয়া 
ইরাকের সঙ্গে পারমাণবিক ও প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বাতিলের আহ্বান টিআইবি’র
রাজশাহীর হত্যা মামলার দুই পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার
সিরিজ হার এড়াতে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ ‘এ’ দল
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রুশ চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান
১০