নেত্রকোনার বারহাট্টায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৮

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৩:৩৬ আপডেট: : ২০ মে ২০২৫, ১৩:৩৯

নেত্রকোনা,২০মে,২০২৫(বাসস):নেত্রকোনা- বারহাট্টা সড়কের স্বল্প দশাল গ্রামে  দুইটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল (৪০) নামে একজন চালক নিহত হয়েছে এবং দুই  অটোরিকশার মোট আট জন যাত্রী আহত হয়েছে।

গতকাল সোমবার রাতে ১১ টার দিলে বারহাট্টা উপজেলার ব্র্যাক অফিসের সামনে স্বল্প দশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত আট জনের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। 

নিহত  অটোরিকশা চালক মোফাজ্জল বারহাট্টা উপজেলার মহাজন পাড়ার জালাল মিয়ার ছেলে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান রাত বারোটায় এ তথ্য নিশ্চিত করে বলেন, বারহাট্টা থেকে ৫ জন যাত্রী নিয়ে মোফাজ্জলের অটোরিকশা নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে নেত্রকোনা থেকে ৫ যাত্রী নিয়ে আসার সময় বারহাট্টা উপজেলার স্বল্প দশাল গ্রামে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বারহাট্টা থেকে ছেড়ে যাওয়া সিএনজির চালক মোফাজ্জল ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুজন অক্ষত থাকলেও আরও আট যাত্রী আহত হয়। তার মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আইনি প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০