চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৪:০০
ছবি : বাসস

চাঁদপুর,২০ মে, ২০২৫ (বাসস) জেলা শহরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সমুদ্র মাল (২৪) নামে যুবক ও মো. ইছা (৩৫) নামে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহীসহ দুই পথচারী।

গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শহরের চেয়ারম্যানঘাট জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সমুদ্র মাল শহরের বাবুরহাট এলাকার মাল বাড়ির মো. মনির মালের ছেলে। তিনি চাঁদপুর পৌর ১৪নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য। অপর নিহত অটোরিকশাচালক ইছার বাড়ি নাটোর জেলায়। 

স্থানীয়রা জানান, জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক দিয়ে সমুদ্র মাল ও রাকিব শহর থেকে ব্যক্তিগত কাজ সেরে বাবুরহাটে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা ঘুরিয়ে নেয়ার সময় মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশা ও মোটরসাইকেল ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সমুদ্র মাল ও অটোরিকশা চালক ইসার। বাকি আহত ৩জনকে লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় দুই মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন বলেন, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা ৫ জনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় পেয়েছি। মৃত দুজনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। আহত ৩ জনের মধ্যে গুরুতর আহত রাকিব ও ফাহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

জেলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, নিহত অটোরিকশা চালক ইছার স্বজনদের থানায় আসতে খবর পাঠিয়েছি। মরদেহ দুটি সুরতহাল করা হয়েছে। ময়না তদন্ত এবং আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
১০