পবিপ্রবিতে উচ্চশিক্ষায় স্বীকৃতি অর্জন শীর্ষক মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৯:৪২
ছবি : বাসস

পটুয়াখালী, ২০ মে, ২০২৫ (বাসস) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) -এর আয়োজনে মঙ্গলবার ‘উচ্চশিক্ষায় স্বীকৃতি অর্জনে অনুপ্রেরণামূলক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে সকাল ৯টায় আয়োজিত এই কর্মশালায় কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে স্বচ্ছতা, মাননির্ধারণ ও দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। বিশ্বের দরবারে আমাদের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে হলে পরিকল্পিত পদক্ষেপ ও দলগত প্রচেষ্টা প্রয়োজন। আইকিউএসি’র এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।’ এমন কর্মশালা শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করবে এবং গুণগত শিক্ষা নিশ্চিতকরণে সহায়ক হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, ‘আমরা যদি গবেষণা ও শিক্ষার মান আরো উন্নত করতে পারি, তবে স্বীকৃতি অর্জন শুধু সময়ের ব্যাপার। এই ধরণের কর্মশালার মাধ্যমে আমরা একধাপ এগিয়ে যেতে পারি।’

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন। তিনি বলেন, ‘এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইউনিটে স্ব-মূল্যায়ন প্রক্রিয়াকে শক্তিশালী করা এবং স্বীকৃতি অর্জনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা।’

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মাসুদ। মুখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. মো. নুর নবী। কর্মশালায় দুইটি পৃথক সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনের আলোচক ছিলেন সিএসই অনুষদের সিনিয়র প্রফেসর ড. মো. আবদুল মাসুদ এবং দ্বিতীয় সেশনের আলোচক ছিলেন  বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ ।

মধ্যাহ্ন ভোজের বিরতির পর বিকেলে পুনরায় সেশন শুরু হয়। দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষায় স্বীকৃতি অর্জনের প্রক্রিয়া, মানোন্নয়ন কৌশল এবং আন্তর্জাতিক মানদণ্ড অর্জনে করণীয় বিষয়ে দিক নির্দেশনা লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
১০