ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৯:৪৫
প্রতীকী ছবি

ঝিনাইদহ, ২০ মে ২০২৫ (বাসস) : জেলার শৈলকুপা উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাঠ থেকে বাড়িতে ফিরে সেচ পাম্পের ঘরে বিশ্রামকালে ঘরের দেয়ালে হেলান দিলে তিনি বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান।একপর্যায়ে পরিবারের লোকজন তার সাড়াশব্দ না পেয়ে সেচ পাম্পের ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহনেওয়াজ হোসেন জানান, ফজলুর রহমানের মরদেহে কাঁধের নিচে বিদ্যুতায়িত হয়ে পুঁড়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে। 
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুর রহমান নামের একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
১০