ঈদুল আযহায় টানা ৩ দিন কাজ করবেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ২১:২৪
প্রতীকী ছবি

বরিশাল, ২০ মে ২০২৫ (বাসস) : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও পরিস্কার-পরিচ্ছন্নতায় টানা ৩দিন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পরিছন্নতাকর্মীরা কাজ করবেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, বিসিসি’র আওতাধীন নগরীর ৩০টি ওয়ার্ডে ঈদের দিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন করতে কাজ করবেন বিসিসি’র পরিচ্ছন্নতা কর্মীরা। প্রয়োজনে সময় আরো বৃদ্ধি করা হবে।

বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা ইউসুফ হোসেন জানান, ঈদের আগেরদিন সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ৩০টি ওয়ার্ডে মাইকিং, কোরবানিযোগ্য পশু জবাইয়ের নিয়ম-কানুন ও লিফলেট বিতরন করা হবে। পরের দিন ৩০টি ওয়ার্ডে বর্জ্য অপসারণের পর পরিচ্ছন্নতার কাজে ব্লিসিং পাউডার ও পানি ইত্যাদি ব্যবহার করা হবে।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) ও বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার জানান, পবিত্র ঈদুল আযহায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা কোরবানির পশুর বর্জ্য পরিস্কার-পরিছন্নতায় কাজ করবেন। ঈদের দিন ও পরের দিন পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করতে বেশ কয়েকটি টিম মাঠে কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০