ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ২৩:৫৬
ছবি : সংগৃহীত

সিলেট, ২০ মে ২০২৫ (বাসস) : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবৈধভাবে পাথর লুটপাটের অভিযোগে ১৪ জনকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছে টাস্কফোর্স। এই সময় ৬০টি নৌকা ভেঙ্গে পানিতে ডুবিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার ভোরে টানা ভারি বৃষ্টির মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন স্পট সাদাপাথরে শত শত নৌকা ও ট্রলি নিয়ে পাথর লুটপাট শুরু হয়।

পাহাড়ি ঢলে পানিতে ডুবে থাকা পাথর তোলার এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এই খবরে দুপুরের আগে অভিযান শুরু করে বিজিবি ও স্থানীয় প্রশাসন।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, পাথর লুটপাটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ১৪ জনকে ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও ৬০টি নৌকা ভেঙ্গে পানিতে ডুবিয়ে দেয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার।

উপজেলা প্রশাসন. ঈুলিশ, বিজিবি ও আরএনবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে ১৪জন পাথর লুটপাটকারীকে আটক করে সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন, পিজুস কুমার দাস, রিপন মিয়া, মো. মুসা মিয়া, আরিফ মিয়া, মো. মোবারক হোসেন, হযরত আলী, মো. রাসেল মিয়া, মো. জসিম মিয়া, সামছুল হক, মো. শফিকুল ইসলাম, আলী হোসেন, রাজিব হোসেন, ফয়সল আহমদ ও দেলোয়ার হোসেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার জানান, সাদাপাথর লুটপাটের বিরুদ্ধে অভিযানে ১৪ জনকে আটক করে ২ বছর করে জেল দেয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
১০