বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের বৈঠক

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৯:৫০
বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস): অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বৈঠক করেছেন।

আজ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশে মালদ্বীপের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণের মাধ্যমে মালদ্বীপ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি মালদ্বীপে শ্রমিক পাঠানোর খরচ কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নেবে। এ সময় তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মালদ্বীপের বিনিয়োগ বাড়ানোর কথা উল্লেখ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার ও মালদ্বীপ হাইকমিশনের দ্বিতীয় সচিব আহমেদ মাইশান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন দুই তরুণ ব্যক্তিত্ব
নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব 
পুরনো ঘটনায় নতুন গুজব ছড়ানো হচ্ছে : বাংলাফ্যাক্ট
জাপানে চালক নিয়োগে বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপন করবেন জাপানি উদ্যোক্তা
বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ছয়টার পর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে : ঢাকা চেম্বার
পানি সরবরাহ, স্যানিটেশন ও নগর অঞ্চল উন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার দেবে এডিবি
জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
বাংলাদেশের আয়োজন সন্তুষ্ট কাভা প্রেসিডেন্ট
তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকেই দেশকে পুনর্গঠন করতে হবে: ইকরামুল বারী টিপু 
১০