রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নিয়ন্ত্রণ কক্ষ চালু করল স্থানীয় সরকার বিভাগ

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৬:৪৬

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস) : রাজধানীতে আকস্মিক অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে স্থানীয় সরকার বিভাগ।

আজ স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, আকস্মিক অতিবৃষ্টির কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

কাকরাইলের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কনফারেন্স রুমে স্থাপিত কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ সিদ্দিক ভুইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক হাসান মো. আল মাসুদ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জলাবদ্ধতা নিরসনে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মাহবুবা আইরিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. ফিরোজ মাহমুদ।

এতে আরও জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ নিজ নিজ অধিক্ষেত্রে অবস্থান করে পরিদর্শন করবেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুততম সময়ে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণ
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে : প্রেস সচিব
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
রাঙ্গামাটিতে ২৩টি প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ
ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
হাটহাজারী থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দিনাজপুরের চিরিরবন্দরে গড়ে উঠেছে শতাধিক চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা
১০