চট্টগ্রামে জুয়ার আসর থেকে সরঞ্জামসহ ১৪ জন আটক

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৭:০২
ট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

চট্টগ্রাম, ৩০ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

আজ চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাসটার্মিনাল সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামসহ ১৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন- মো. জসিম উদ্দিন (৩২), মো. দিদারুল আলম (৪০), রনি মিয়া (৩৮), মো. নুরুল ইসলাম (৩৫), শাহরাজ (৪৫), মামুন আহমেদ (৩০), মো. কায়ছার (২৮), মো. আলমগীর হোসেন (৩২), মো. ফারুক (৩৬), মো. আজিজুল হক (৩০), নাজিম উদ্দীন (৪৬), মো. ইউসুফ (৩৩) ও নুর মোহাম্মদ (৪০)। 

তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণ
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে : প্রেস সচিব
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
রাঙ্গামাটিতে ২৩টি প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ
ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
হাটহাজারী থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দিনাজপুরের চিরিরবন্দরে গড়ে উঠেছে শতাধিক চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা
১০