ফেনীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত 

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৭:০৭
ফেনীতে শুক্রবার বাদ জুমা শহরের পাগলা মিয়ার তাকিয়া মসজিদে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

ফেনী, ৩০ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানোর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। 

আজ শুক্রবার বাদ জুমা শহরের পাগলা মিয়ার তাকিয়া মসজিদে দোয়াপূর্ব বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। 

দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া।

এরপর মসজিদ প্রাঙ্গণে অসহায়-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

এসময় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারি, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপি’র আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল, ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন-সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলাল উদ্দিন আলাল জানান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। 

তিনি জানান, এ উপলক্ষে জেলাব্যাপী দুই হাজার অসহায়-দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর মধ্যে প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ লিটার তেল রয়েছে।

তিনি আরো জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় শুক্রবার বিকালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শহরের কালিবাড়িতে প্রার্থনা করা হবে। সন্ধ্যায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০