সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত 

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৭:২৪
শুক্রবার সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত। ছবি: বাসস

সাতক্ষীরা, ৩০ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকর‌্যালী, আলোচনাসভা, দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে দলের অস্থায়ী কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করেন। 

এরপর বেলা সাড়ে ১১টায় শহরের নিউমার্কেট মোড় চত্বরে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশিতিসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এছাড়া শুক্রবার বিকেলে দিবসটি উপলক্ষে পৌর অডিটরিয়মে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, জেলার কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা চত্ত্বর থেকে শোক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে দোয়া ও আলোচনা সভায় মিলিত হয়। 

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণ
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে : প্রেস সচিব
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
রাঙ্গামাটিতে ২৩টি প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ
ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
হাটহাজারী থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দিনাজপুরের চিরিরবন্দরে গড়ে উঠেছে শতাধিক চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা
১০