চাঁদপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত, নৌযান চলাচল স্বাভাবিক 

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৮:৫৩
চাঁদপুরের পুরান বাজার রনাগোয়াল এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। ছবি: বাসস

চাঁদপুর, ৩০ মে, ২০২৫ (বাসস) : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করেছে। এই সময়ে নিম্নচাপের প্রভাবে চাঁদপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত ছিলো। 

আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৪২ মিলিমিটার যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড। বিআইডব্লিউটিএ চাঁদপুর কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর থেকে চাঁদপুর জেলা থেকে বিভিন্ন রুটের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। 

আজ শুক্রবার বিকেল ৫টায় চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ কর্মকর্তা শাহ মো. শোয়েব জানান, চাঁদপুর জেলায় ২৯ মে সকাল ৯টা থেকে ৩০মে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪২ মিলিমিটার। এরপর বৃষ্টিপাত কমে যায়। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১১ মিলিমিটার। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত নেই।

চাঁদপুর-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। চাঁদপুর নদী বন্দরের (ট্রাফিক বিভাগ) উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, তবে বৈরি আবহাওয়ার কারণে চাঁদপুর-নারায়নগঞ্জের মধ্যে ছোট লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে। 

বিআইডাব্লিউটিসি হারিণা ফেরিঘাট কার্যালয়ের ম্যানেজার ফয়সাল চৌধুরী জানান, চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। 

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, চাঁদপুরে এখন পর্যন্ত বড় ধরনের কোন সমস্যা হয়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন শহরের পুরান বাজার রনাগোয়াল, বহরিয়া ও হরিণা এলাকা পরিদর্শন করেছেন। এসময় জেলা প্রশাসক উপকূলীয় এলাকার লোকজনের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০