চাঁদপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত, নৌযান চলাচল স্বাভাবিক 

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৮:৫৩
চাঁদপুরের পুরান বাজার রনাগোয়াল এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। ছবি: বাসস

চাঁদপুর, ৩০ মে, ২০২৫ (বাসস) : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করেছে। এই সময়ে নিম্নচাপের প্রভাবে চাঁদপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত ছিলো। 

আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৪২ মিলিমিটার যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড। বিআইডব্লিউটিএ চাঁদপুর কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর থেকে চাঁদপুর জেলা থেকে বিভিন্ন রুটের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। 

আজ শুক্রবার বিকেল ৫টায় চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ কর্মকর্তা শাহ মো. শোয়েব জানান, চাঁদপুর জেলায় ২৯ মে সকাল ৯টা থেকে ৩০মে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪২ মিলিমিটার। এরপর বৃষ্টিপাত কমে যায়। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১১ মিলিমিটার। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত নেই।

চাঁদপুর-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। চাঁদপুর নদী বন্দরের (ট্রাফিক বিভাগ) উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, তবে বৈরি আবহাওয়ার কারণে চাঁদপুর-নারায়নগঞ্জের মধ্যে ছোট লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে। 

বিআইডাব্লিউটিসি হারিণা ফেরিঘাট কার্যালয়ের ম্যানেজার ফয়সাল চৌধুরী জানান, চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। 

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, চাঁদপুরে এখন পর্যন্ত বড় ধরনের কোন সমস্যা হয়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন শহরের পুরান বাজার রনাগোয়াল, বহরিয়া ও হরিণা এলাকা পরিদর্শন করেছেন। এসময় জেলা প্রশাসক উপকূলীয় এলাকার লোকজনের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
'রক্তদানের মতো মানবিক উদ্যোগের মূল্যায়ন করা যায় না' : যবিপ্রবি উপাচার্য
হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা
মালয়েশিয়ার পেনাং-এ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটদান বিষয়ে মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫৬১ জন গ্রেফতার
নৌবাহিনীর অভিযানে মায়ানমারগামী বিপুল পণ্যসহ ১১ পাচারকারী আটক
মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা
অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে বিপিসি’র জোরালো অভিযান
নির্বাচন বানচালের সকল অপচেষ্টা জনগণ মোকাবেলা করবে : শহীদ উদ্দিন মাহমুদ
খুলনার কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার : শিকারি আটক
১০